ক্রিকেটকে তো অনেক সময়ই দিলাম, এবার সরে যাওয়াই ভালো: পাপন
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ২২:২৫
ক্রিকেটকে তো অনেক সময়ই দিলাম, এবার সরে যাওয়াই ভালো: পাপন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে একমাত্র টেস্টে বিশাল ব্যবধানে জয় পেল বাংলাদেশ। প্রথম এবং দ্বিতীয় দুই ইনিংসেই ব্যাটে-বলে দুর্দান্ত খেলেছে টাইগাররা। আর তাতেই সফরকারীদের বিপক্ষে রচিত হল জয়ের উপাখ্যান।


টাইগারদের দেয়া ৬৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অসহায় আত্মসমর্পণ করে অল আউট হয়েছে ১১৫ রানেই। আর তাতেই এলো স্বাগতিকদের ৫৪৬ রানের জয়। যা ৮৯ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে বাংলাদেশের এ জয় তৃতীয় সর্বোচ্চ হিসেবে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছে।


এদিকে টাইগারদের এমন ঐতিহাসিক জয়ের দিনে বিসিবি পদ ছেড়ে দেয়ার ইঙ্গিত দিলেন সভাপতি পাপন। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড গড়ে সিরিজ জয়ের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানান তিনি।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি ফার্মাসিউটিক্যালের সঙ্গে যুক্ত রয়েছি। এর বাইরে আমি রাজনীতির সঙ্গেও যুক্ত। রাজনীতি আমাদের পরিবারের একটা ঐতিহ্য। আপনারা সকলেই একথা জানেন যে আমার বাবাও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই পরম্পরাই আমি বজায় রাখার চেষ্টা করছি। এর বাইরে আরও কুড়িটা জায়গা রয়েছে, যেখানে আমাকে সময় দিতে হয়। কিন্তু বর্তমানে আমি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, সেখানে ক্রিকেট ছাড়া আর কোনও কিছুতেই আমি সময় দিতে পারছি না।’


তিনি আরও যোগ করে বলেন, ‘এই দেখুন না, আজই আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং ছিল। কতটা জরুরি, সেটা আমি বলে বোঝাতে পারব না। কিন্তু, এই ক্রিকেটের জন্যই আমি জানিয়ে দিয়েছি যে আমি ওই বৈঠকে উপস্থিত থাকতে পারব না। খেলা বাদ দিয়ে তো আর মিটিংয়ে যেতে পারব না আমি!’


বোর্ড থেকে সরে আসার ইঙ্গিত দিয়ে পাপন বলেন, ‘আসল ঘটনা হল, ক্রিকেটে আমাকে অনেকটাই সময় দিতে হচ্ছে। আর সে কারণেই আমার মনে হয়, এবার এখান থেকে যতটা দ্রুত সম্ভব আমার সরে আসাই ভালো। সব জায়গাতেই সমানভাবে সময় দেয়া, আমার দায়িত্ব। ক্রিকেটকে তো অনেক সময়ই দিলাম, এবার সরে যাওয়াই ভালো।’


এর আগেও একবার চিকিৎসকের পরামর্শে বিসিবি সভাপতি নিজের পদ ছাড়তে চেয়েছিলেন। জানিয়েছিলেন পরিবারেরও চাপ রয়েছে। বলেছিলেন, ‘বর্তমানে আমি ক্রিকেট এতটাই উপভোগ করি যে শত চাপও আমি সহ্য করে নিচ্ছি। তার উপরে ফ্যামিলির তো একটা আলাদা চাপ রয়েছেই।’


এছাড়া সবশেষে তিনি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনও কিছুই চিরস্থায়ী নয়। আমিও নই। বিসিবি নিয়ে আমি প্রচুর পরিকল্পনা করেছি। কোনোটায় সফল হয়েছি, কখনও ব্যর্থ। এটাই স্বাভাবিক। তবে যাওয়ার আগে নিজের সবটুকু উজাড় করে দেয়ার চেষ্টা করেছি।’


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com