বয়সসীমা ৩৫ দাবির আন্দোলন, ১১ জনের নামে মামলা
প্রকাশ : ১১ জুন ২০২৩, ২১:১৩
বয়সসীমা ৩৫ দাবির আন্দোলন, ১১ জনের নামে মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ তিন দফা দাবিতে শনিবার (১০ জুন) রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে এই ঘটনায় ১১ জনের নামসহ অজ্ঞাতনামা ৪০০/৫০০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।


রবিবার, ১১ জুন শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন এসআই মো. জব্বার।


মামলার তদন্ত কর্মকর্তা সাব ইনস্পেক্টর মো. আরিফ নেওয়াজ বিবার্তাকে বলেন, এই বিষয়ে শাহবাগ থানায় মামলা হয়েছে। কাজটি এখন প্রক্রিয়াধীন আছে। আর আসামিদের কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


মামলার আসামিরা হলেন,মো. শরিফুল হাসান শুভ, মো. মামুন রশিদ রতন, আবদুর রহমান, আরিফ হোসেন, আবু বকর সিদ্দিকী, মো. রোকন হোসেন, তাসনিমুল হাসান, রাকিবুল হাসান, মো. জাকির হোসেন, সনি, খোকনসহ অজ্ঞাতনামা ৪০০/৫০০।


১১ জুন, রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতারা বলেন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করাসহ তিন দফা দাবিতে শনিবার (১০ জুন) রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলাম। এই স্থানে প্রায় ৬ ঘণ্টার বেশির সময় ধরে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থানও করেছিলাম। তবে এই দিন রাত ৮টা ২০ মিনিটের দিকে পুলিশ আমাদের ওপর অতর্কিত হামলা করেছে। ফলে ছত্রভঙ্গ হয়ে যাই আমরা। সংগঠনের আহ্বায়ক মো. শরিফুল হাসান শুভসহ ৯ নেতাকর্মীকেও আটক করা হয়েছে। আমরা হামলার ঘটনায় তীব্র নিন্দাসহ অবিলম্বে আটককৃতদের মুক্তিসহ ৩৫ বয়সসীমার দাবি মেনে নেওয়ার উদাত্ত আহ্বান জানাই।


এসময় সংগঠনটির সদস্য সচিব মোহাম্মদ রাসেল বলেন, পুলিশ অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করে ছত্রভঙ্গ করেছে। অথচ আমরা যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসাথে অবিলম্বে আটককৃতদের মুক্তিসহ আমাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে।


সংবাদ সম্মেলনে সংগঠনটির ঢাবি শাখার আহ্বায়ক সানোয়ারুল হক সনি, সদস্য সচিব এ আর খোকনসহ অনেকে বক্তব্য রাখেন।


এরআগে শনিবার (১০ জুন) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শাহবাগ এলাকায় অবস্থান নেন তারা। আর তাদের অবস্থানের কারণে এই এলাকার চারপাশের রাস্তা বন্ধ ছিল। একই দিন একই দাবিতে শাহবাগ প্রজন্ম চত্বরে সার্টিফিকেট ছিঁড়েছেন তারা। তার আগে প্রধানমন্ত্রী বরাবর উড়ো চিঠিও দিয়েছেন আন্দোলনকারীরা।


চাকরি প্রার্থীদের দাবি, দ্রুত সময়ের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে বৃদ্ধি করে ৩৫ বছর এবং অবসরে বয়সসীমা বৃদ্ধি করতে হবে, একই সাথে সরকারি চাকরিতে আবেদনের ফি কমিয়ে সর্বোচ্চ প্রথম শ্রেণিতে ২০০ টাকা, দ্বিতীয় শ্রেণিতে ১৫০ টাকা, তৃতীয় শ্রেণিতে ১০০ টাকা, চতুর্থ শ্রেণিতে ৫০ টাকা করতে হবে।


এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপন করতে হবে।


বিবার্তা/রাসেল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com