৩ দফা দাবিতে প্রতীকী সার্টিফিকেট ছেঁড়ার কর্মসূচি শনিবার
প্রকাশ : ০৯ জুন ২০২৩, ১৮:১১
৩ দফা দাবিতে প্রতীকী সার্টিফিকেট ছেঁড়ার কর্মসূচি শনিবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ দাবিসহ অবসরে বয়সসীমা বৃদ্ধি, চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স (বঙ্গবন্ধু চেয়ার এবং একটি ম্যুরাল) স্থাপনের দাবিতে
শিক্ষার্থী সমাবেশ ও প্রতীকী প্রতিবাদ হিসেবে ৩০ ঊর্ধ্ব সার্টিফিকেট ছেঁড়ার আয়োজন করা হয়েছে।


আগামীকাল ১০ জুন, শনিবার বেলা ১১টায় শাহবাগ প্রজন্ম চত্বরে এই কর্মসূচি পালন করা হবে।


চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ, কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক মো. শরিফুল হাসান শুভ বিবার্তাকে এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সেশনজট থাকা, করোনার কারণে ২ বছর নষ্ট হওয়াসহ নানা কারণে ৩৫ বয়সসীমা করাটা এখন সময়ের দাবি। আর এই দাবিতে আমরা শান্তিপূর্ণভাবে বিভিন্ন সময়ে ধারাবাহিকভাবে মানববন্ধন, সভা-সমাবেশ, সেমিনারসহ নানা কর্মসূচি পালন করে আসছি। দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজনেরাও আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এই দাবি এখনো বাস্তবায়ন হয়নি। তাই আমরা আগামীকাল ১০ জুন (শনিবার) সকাল ১১টায় শাহবাগ প্রজন্ম চত্ত্বরে শিক্ষার্থী সমাবেশ ও প্রতীকী প্রতিবাদ হিসেবে ৩০ ঊর্ধ্ব সার্টিফিকেট ছেঁড়ার আয়োজন করা হয়েছে। আমরা চাই অবিলম্বে যৌক্তিক এই দাবি বাস্তবায়ন করা হোক। অন্যথায়, আমরা রাজপথ ছাড়বো না।


বিবার্তা/ রাসেল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com