ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে ফসল রক্ষায় ১০ পরামর্শ
প্রকাশ : ১২ মে ২০২৩, ০১:২৩
ঘূর্ণিঝড় ‘মোখা’ থেকে ফসল রক্ষায় ১০ পরামর্শ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঘূর্ণিঝড় ‘মোখা’র ক্ষতি থেকে ফসল রক্ষায় বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদফতরের বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা (বামিস)।


বৃহস্পতিবার (১১ মে) অধিদপ্তরের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের পরিচালক এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দিয়েছে।


উপকূলীয় এলাকার ১৪ জেলার জন্য বিশেষ সতর্কতার কথা বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। জেলাগুলো হলো- বরিশাল, বরগুনা, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৪টি জেলায় আগামী ১৪ মে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দণ্ডায়মান ফসলের ওপর ঝোড়ো হাওয়া এবং ভারি বৃষ্টিপাত প্রভাব ফেলতে পারে। ঘূর্ণিঝড়ের ক্ষতির হাত থেকে ফসল রক্ষার জন্য নিম্নোক্ত জরুরি কৃষি আবহাওয়া বিষয়ক পরামর্শ দেওয়া হলো-


১. বোরো ধান ৮০ শতাংশ পরিপক্ব হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে ফেলুন।


২. সংগ্রহ করা ফসল পরিবহন না করা গেলে মাঠে গাদা করে পলিথিন শিট দিয়ে ঢেকে রাখুন যেন ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাতের কারণে ক্ষতি না হয়।


৩. দ্রুত পরিপক্ব সবজি ও ফল সংগ্রহ করে ফেলুন।


৪. সেচ, সার ও বালাইনাশক প্রয়োগ থেকে বিরত থাকুন।


৫. দণ্ডায়মান ফসলকে পানির স্রোত থেকে রক্ষার জন্য বোরো ধানের জমির আইল উঁচু করে দিন।


৬. নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন যেন জমিতে পানি জমে না থাকতে পারে।


৭. খামারজাত সব পণ্য নিরাপদ স্থানে রাখুন।


৮. আখের ঝাড় বেঁধে দিন, কলা ও অন্যান্য উদ্যানতাত্ত্বিক ফসল এবং সবজির জন্য খুঁটির ব্যবস্থা করুন।


৯. পুকুরের চারপাশ জাল দিয়ে ঘিরে দিন যেন ভারি বৃষ্টিপাতের পানিতে মাছ ভেসে না যায়।


১০. গবাদি পশু ও হাঁসমুরগি শুকনো ও নিরাপদ জায়গায় রাখুন।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com