১ দিনে ঢাকা ছেড়েছে ১২ লাখ সিমকার্ড!
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ১৭:০৯
১ দিনে ঢাকা ছেড়েছে ১২ লাখ সিমকার্ড!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ইতোমধ্যেই রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। শুধুমাত্র মঙ্গলবারই (১৮ এপ্রিল) তাদের সঙ্গে ঢাকার বাইরে গেছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮টি মুঠোফোনের সিমকার্ড। আর এর প্রেক্ষিতে ঢাকায় ঢুকেছে ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩টি মুঠোফোনের সিমকার্ড।


বুধবার (১৯ এপ্রিল) ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।


মন্ত্রী আরও জানান, ঢাকা ছাড়া সিমের মধ্যে গ্রামীণফোনের ৩ লাখ ৩৪ হাজার ২৯৫টি, রবির ৩ লাখ ২ হাজার ২৮৪টি, বাংলালিংকের ৫ লাখ ৭৩ হাজার ৫০৯টি এবং টেলিটকের রয়েছে ১৮ হাজার ১৯০টি সিমকার্ড।


আর এ সময় ঢাকায় ঢুকেছে সিমের মধ্যে গ্রামীণফোনের ১ লাখ ২৮ হাজার ৯৭০টি, রবির ১ লাখ ৬ হাজার ৮৬৩টি, বাংলালিংকের ৪ লাখ ২২ হাজার ৬০০টি এবং টেলিটকের রয়েছে ৯ হাজার ৩৫০টি সিমকার্ড।


বিবার্তা/নিলয় 

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com