নতুন দুদক কমিশনার নিয়োগে মন্ত্রিপরিষদের বাছাই কমিটি গঠন
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩, ০০:৩৮
নতুন দুদক কমিশনার নিয়োগে মন্ত্রিপরিষদের বাছাই কমিটি গঠন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নিয়োগে সুপারিশ দিতে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।


সোমবার (১০ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠনের কথা জানানো হয় গনমাধ্যমকে।


দুদকের কমিশনার নিয়োগে বাছাই কমিটির সভাপতি করা হয়েছে বিচারপতি হলেন—বিচারপতি জেবিএম এম ইনায়েতুর রহিমকে। অন্য সদস্যরা হাসান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন ও সর্বশেষ অবসরপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।


প্রজ্ঞাপনে বলা হয়, দুদকের একজন কমিশনারের পদ শূন্য হবে শিগগিরই। সেই পদে একজন কমিশনার নিয়োগের জন্য সুপারিশ দিতে দুদক আইন-২০০৪- এর ৭ ধারা অনুযায়ী এই বাছাই কমিটি গঠন করা হয়েছে।


বাছাই কমিটির কার্যপরিধির বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, বাছাই কমিটি কমিশনার নিয়োগে সুপারিশের উদ্দেশ্যে উপস্থিত সদস্যদের প্রতিটি শূন্য পদের বিপরীতে দুই ব্যক্তির নামের তালিকা প্রণয়ন করে ওই আইনের ধারা-৬-এর অধীনে নিয়োগ দেয়ার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠাবে। অন্যূন চার সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম গঠিত হবে।মন্ত্রিপরিষদ বিভাগ ওই বাছাই কমিটির কার্যসম্পাদনে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে।


বিবার্তা/সানজিদা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com