কুষ্টিয়ায় প্রবীণদের সাথে মতবিনিময়কালে মাহবুবউল আলম হানিফ
কিশোর গ্যাংয়ের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে: হানিফ
প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ১৭:৪৬
কিশোর গ্যাংয়ের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে: হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, কুষ্টিয়ায় আমরা আগামীকাল থেকে আর কিশোর গ্যাং শব্দটি শুনতে চাই না। কিশোর গ্যাংয়ের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। আর তাদের পক্ষে যারা সুপারিশ করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।


বুধবার (২২ মার্চ) দুপুরে কুষ্টিয়া শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের হল রুমে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের আয়োজনে প্রবীণ বন্ধু সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মাহবুবউল আলম হানিফ বলেন, কুষ্টিয়ায় মাদকের প্রকোপ, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। স্থানীয় প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে না অথবা করতে পারছে না। প্রশাসন যদি একটিভ হয় তাহলে চুরি, ছিনতাই ও মাদক সবই বন্ধ হয়ে যাবে।


তিনি বলেন, আমার দুর্ভাগ্য। এতো সাপোর্ট দেবার পরও প্রশাসন নির্জীব হয়ে যাচ্ছে। এরও ব্যবস্থা নেয়া হচ্ছে।


বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে দুই শতাধিক প্রবীণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com