রাজধানীর ৮ এলাকায় গ্যাস থাকবে না কাল
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ১৪:৩০
রাজধানীর  ৮ এলাকায় গ্যাস থাকবে না কাল
বিবার্তা/মাসুম
প্রিন্ট অ-অ+

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ১৮ মার্চ (শনিবার) ৮ ঘণ্টা গ্যাস থাকবে না। জরুরি মেরামত কাজের জন্য তিতাস গ্যাস বন্ধ রাখবে।


ঢাকায় গ্যাস সরবরাহকারী কোম্পানিটির জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ইস্কাটন, পরীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস।


এসময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপও বিরাজ করতে পারে বলে এতে উল্লেখ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য মিন্টুরোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হলি ফ্যামিলি, কাওরান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, অফিসার্স ক্লাব, হাতিরপুল পিডিবি কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com