প্রতিষ্ঠার স্বার্থেই নারীদের জাগতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
প্রকাশ : ১৪ মার্চ ২০২৩, ০১:০৩
প্রতিষ্ঠার স্বার্থেই নারীদের জাগতে হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, যে সমাজে নারীরা পদে পদে বঞ্চনার শিকার, আপনজনদের নিকটও নিরাপদ নয়, সম্পত্তির ভাগ থেকেও নারীদের ঠকানো হয়, সে সমাজে নারীদের জাগতে হবেই। প্রতিষ্ঠার স্বার্থেই নিজেদের সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও সমঅধিকার নিয়ে জাগতে হবে।


সোমবার (১৩ মার্চ) রাজধানীর অফিসার্স ক্লাব ঢাকা মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে অফিসার্স ক্লাব আয়োজিত ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


প্রধান অতিথি বলেন, পিতা অসুস্থ হলে তার সেবায় মেয়েরাই সর্বাগ্রে এগিয়ে আসে। সমাজে নারীরা এত কষ্ট ও নির্যাতন স্বীকার করলেও আমরা এখনো তাদের প্রকৃত মূল্যায়ন ও সম্মান দিতে পারিনি।


নারী দিবসে এ ধরনের আয়োজনে নারীদের সংখ্যাধিক্য কামনা করেন তিনি। নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশ গড়ায় এগিয়ে আসার জন্য উপস্থিত সবাইকে আহ্বান জানান প্রতিমন্ত্রী।


অফিসার্স ক্লাবের মহিলা কমিটির সভাপতি দিনা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অফিসার্স ক্লাবের সভাপতি মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ও ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মহিলা কমিটির সম্পাদিকা প্রফেসর ড. ফেরদৌসী খান।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com