ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ১৫:৫২
ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় ব্যাপক কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পন ও গার্ড অব অনার প্রদান করা হয়।


বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার সহ বিভিন্ন রাজনেতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পন করে।


এছাড়াও রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের উদ্যোগে রক্তদানসহ রক্তের গ্রুপ নির্নয়, রক্তের শর্করার পরিমান নির্নয় ও ওজন মাপা কর্মসূচী পালিত হয়। এদিকে জেলার সকল গুরুত্বপূর্ন স্থানে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন সহ সংশ্লিষ্ট আলোকচিত্র, তথ্যচিত্র এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর ডকুমেন্টারী ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


বিবার্তা/নিয়ামুল/নয়ন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com