সহকারী আবহাওয়াবিদ পদে ৪ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের
প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ১৬:৪৩
সহকারী আবহাওয়াবিদ পদে ৪ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আবহাওয়া অধিদপ্তরের শূন্য পদে ৩৫তম বিসিএস নন-ক্যাডারভুক্ত চারজনকে সহকারী আবহাওয়াবিদ পদে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশ হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে এই নির্দেশনা প্রতিপালন করতে বলা হয়েছে।


২ মার্চ, বৃহস্পতিবার এই বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মাহমুদুল হক ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ রায় দেন।


আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কায়সারুজ্জামান। সঙ্গে ছিলেন মো. আব্দুর রহিম, সাফফাত হোমায়রা ও শেখ কানিজ ফাতেমা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি।


পরে আইনজীবী মো. কায়সারুজ্জামান জানান, ৩৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে নন ক্যাডারে তারা সহকারী আবহাওয়াবিদ পদে সুপারিশপ্রাপ্ত হন। এরপর তাদের প্রত্যেকের মেডিকেল চেকআপ, পুলিশ ভেরিফিকেশনসহ অন্যান্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কিন্তু তাদের নিয়োগবিধি বাতিল হয়ে গেছে বলে নিয়োগ আটকে যায়।


এ অবস্থায় আরিফুল হাসান, জিহাদ আলী, উজ্জল হোসেন ও তানজিমা ২০১৯ সালের ২৪ জুলাই রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে একই বছরের ১৮ আগস্ট রুল জারি করেন হাইকোর্ট। রুলে তাদের কেন নিয়োগের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। ওই রুলের দীর্ঘ শুনানি শেষে বৃস্পতিবার রুলটি যথাযথ ঘোষণা করে রায় দেন। রায়ে তাদের ১৫ কার্যদিবসের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়।


ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি জানান, রুল শুনানি করে আদালত রুলটি আজকে যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন। রিটকারীদের নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন। যে আইন বাতিলের কারণের তাদের নিয়োগ আটকে গেছে, সেই আইনের অধীনেই এক সময়ে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছিল। এই যুক্তিতে আদালত তাদের নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন।


বিবার্তা/রিয়াদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com