কেপটাউনে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি বেড়ে ৬
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৩
কেপটাউনে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি বেড়ে ৬
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গত শুক্রবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত আনিসুল হক মিলন নামে আরেক বাংলাদেশি চিকিৎসাধীন মারা গেছেন।


নিহত আনিসুল হক মিলন ফেনী জেলার দাগনভূঞা উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝিবাড়ির বাহার মিয়ার ছেলে।


এ নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি সড়ক দুর্ঘটনায় একই গাড়িতে থাকা সাতজনের মধ্যে মিলনসহ ৬ জনের মৃত্যু হয়েছে।


দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আনিসুল হক মিলন স্থানীয় জর্জ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তিন দিন চিকিৎসাধীন থেকে সোমবার বিকাল ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।


এর আগে মারা গেছেন ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মো. ইসমাইল, দাগনভূঞা উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের রাজু আহমেদ, জায়লস্কর ইউনিয়নের মোস্তফা কামাল পুপেল, সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের আবুল হোসেন ও তার সন্তান নাহিদ হোসেন।


এদের মধ্যে একমাত্র আহত নাহিদ আহমেদ আশঙ্কামুক্ত হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে গত রোববার রাতে বাসায় ফিরেছেন। নাহিদের দেশের বাড়ি গোপালগঞ্জ জেলায়।


এ ঘটনায় দেশটিতে বসবাস করা বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com