জাতীয়
রমজানে পণ্যমূল্য নাগালে রাখতে ব্যবসায়ীদের সঙ্গে বসছে ভোক্তা অধিকার
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২৮
রমজানে পণ্যমূল্য নাগালে রাখতে ব্যবসায়ীদের সঙ্গে বসছে ভোক্তা অধিকার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে বসবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


আগামীকাল রবিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর কারওয়ানবাজারের টিসিবি অডিটরিয়ামে বাজার সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করবেন ভোক্তা অধিকারের শীর্ষ কর্মকর্তারা। ভোক্তা অধিকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অংশীজন ও ঢাকা সিটির অধীন সকল বাজারের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অংশগ্রহণে এটি অনুষ্ঠিত হবে।


অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব তপন কান্তি ঘোষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান উপস্থিত থাকবেন। বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।


বিবার্তা/রিয়াদ/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com