ভোট হতে যাওয়া ৬ আসনে ছুটি ঘোষণা ইসির
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ২১:২৫
ভোট হতে যাওয়া ৬ আসনে ছুটি ঘোষণা ইসির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ১ ফেব্রুয়ারি হতে যাওয়া ছয় আসনের উপ-নির্বাচনের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে।


মঙ্গলবার (১৭ জানুয়ারি) কমিশনের যুগ্ম সচিব এস.এম আসাদুজ্জামা সাংবাদিকদের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।


ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।


উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত সংসদ সদস্য। পরদিন ১১ ডিসেম্বর স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।


বিবার্তা/সানজিদা/এসএফ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com