
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের পৃথক নম্বরের জটিলতা নিরসনে সরকার কাজ করছে। আশা করছি আগামী দুই বছরের মধ্যে প্রক্রিয়া শেষ করতে পারব। আমরা চেষ্টা করছি শিশুর জন্মের পরপরই জন্মনিবন্ধন করানোর। জন্মনিবন্ধনের ওই নম্বরটিই হবে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের নম্বর।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, সুশাসন প্রক্রিয়া বাস্তবায়নের দায়িত্ব সরকারি কর্মচারীদের । সুশাসন প্রক্রিয়ায় সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারি কর্মচারীদের শুদ্ধাচারী হওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় এটুআই প্রকল্পের উপদেষ্টা কামরুন নাহার, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব সাফায়েত জামিল, বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, পুলিশের রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/এসএফ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]