
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার একজন ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহিমা আক্তার লাকীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপারেশনস বিভাগে পদায়ন করা হয়েছে।
একই আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার এস.এম. জহিরুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে এবং সহকারী পুলিশ কমিশনার সাখাওয়াত হোসেন সেন্টুকে সহকারী পুলিশ কমিশনার লালবাগ বিভাগের পেট্রোল-কোতোয়ালী হিসেবে পদায়ন করা হয়েছে।
বিবার্তা/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]