
থার্টি ফাস্ট নাইটে বড় ধরনের নাশকতার টার্গেট করেছিল আটককৃত জেএমবির সদস্যরা। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন কাউন্টার টেরোরিজমের প্রধান মো. মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে পুরাতন জেএমবির সক্রিয় পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি বিভিন্ন প্রকার তরল ও পাউডার জাতীয় বিস্ফোরক পদার্থ, বোমা তৈরির বিদ্যুতিক সরঞ্জাম ও বই উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- মো. রিয়াজ ওরফে ইঞ্জিনিয়ার ওরফে রাকিব, মো. আবু বিন সাঈম ওরফে বাপ্পি ওরফে অপু, কাজী আব্দুল্লাহ আল ওসমান ওরফে আহসান, মো. সোহাগ ওরফে চেয়ারম্যান ও মো. মামুন ওরফে হিমেল।
তিনি জানান, আটকরা পুরাতন জেএমবি সংগঠনের সক্রিয় সদস্য। তারা রাজশাহী এলাকার দায়িত্বে থাকা জিয়া, হায়দার ও শহিদুল্লাহ’র নির্দেশে ঢাকা শহরে থার্টি ফাস্ট নাইটে নাশকতার টার্গেট নিয়ে বিস্ফোরক সংগ্রহ করেছিল।
বিবার্তা/খলিল/পলাশ
আত্মঘাতী জঙ্গি শাকিরা, বাড়ি ভোলায়
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]