শিরোনাম
পদ্মা সেতুর ১৮তম স্প্যান বসছে আজ
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৯, ০৯:০৭
পদ্মা সেতুর ১৮তম স্প্যান বসছে আজ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ১৭-১৮ নম্বর পিয়ারের ওপর ১৮তম ৩-ই স্প্যানটি বসানো হবে আজ। এতে সেতুর দুই হাজার ৭০০ মিটার দৃশ্যমান হবে। এর আগে গত ২৬ নভেম্বর সেতুর ১৭তম স্প্যানটি ২২ ও ২৩ নং পিলারের ওপর সফলভাবে বসানো হয়।


পদ্মা সেতুর একজন প্রকৌশলী জানিয়েছেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে ১৭-১৮ নম্বর পিয়ারের উদ্দেশে ভাসমান ক্রেনে করে স্প্যানটি নিয়ে যাওয়া হবে। আবহাওয়া ঠিক থাকলে কালই পিয়ারে স্থায়ীভাবে বসানো হবে সেতুর ১৮তম স্প্যান ৩-ই। ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসানো হলে সেতুর মোট দুই হাজার ৭০০ মিটার দৃশ্যমান হবে।


জানা গেছে, পদ্মা সেতুর চ্যালেঞ্জিং সব কাজ শেষ হয়েছে। এখন দ্রুতই এগোবে পদ্মা সেতুর কাজ। প্রতি মাসে স্প্যান বসবে। চীন থেকে দেশে আসা ৩৩টি স্প্যানের মধ্যে ১৭টি এরই মধ্যে বসানো হয়েছে। গত মাসে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটি স্প্যান বসানো হয়েছিল।


ডিসেম্বর মাসেই সেতুর ৪-সি, ৩-এফ স্প্যানসহ মোট তিনটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। সেতুর রোডওয়ে স্ল্যাব, রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজও পরিকল্পনা অনুযায়ী চলছে। আগামী ২০২১ সালের জুন মাসেই পদ্মা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল করতে পারবে বলে কর্তৃপক্ষ আগেই জানিয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com