শিরোনাম
বেগম রোকেয়া দিবসে গোল টেবিলে বক্তারা
নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধ করুন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৯, ২০:০৭
নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধ করুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বেগম রোকেয়া দিবস উপলক্ষে জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রবিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে ‘নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে করণীয়’ শীর্ষক গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।


জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীণার সভাপতিত্বে অনুষ্ঠিত এ গোল টেবিল আলোচনায় বক্তব্য রাখেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, নুরুল আখতার, সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার বাবু, কর্মজীবী নারীর পরিচালক রাহেলা রাব্বানী, জাসদের নারী বিষয়ক সম্পাদক উম্মে হাসান ঝলমল, জাতীয় নারী জোট নেত্রী সৈয়দ শামীমা সুলতানা হ্যাপী, শ্রমিক জোটের সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আক্তার পারভীন, নারী নেত্রী হাসি আক্তার, জাতীয় যুব জোটের মহিলা বিষয়ক সম্পাদক মেছা: পারভেজ আক্তার শিল্পী, নারী জোটের সদস্য নিলঞ্জনা রিফাত সুরভী, নারগিস আক্তার, যুব জোটের সহ-সভাপতি কাজী সালাম সুলতানা।


গোল টেবিল আলোচনার শুরুতেই বক্তারা বাংলার নারী জাগরণের পথিকৃৎ মহিয়সী বেগম রোকেয়ার প্রতি গভীর শুদ্ধা জানান। নেতৃদ্বয়, বেগম রোকেয়ার শিক্ষা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেয়ার জন্য পাঠ্যসূচিতে বেগম রোকেয়ার শিক্ষা অন্তর্ভূক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


বক্তারা বলেন, ঘরে-বাইরে যেখানেই নারীর প্রতি যে মাত্রাই সহিংসতার ঘটনা ঘটুক না কেন তা গোপন করার বদলে প্রকাশ্যে প্রতিবাদ করতে হবে। সহিংসতা-নির্যাতন নিরবে মেনে নেয়া এবং প্রতিবাদ হীনতার ফলেই সমাজে ঘরে-বাইরে নারীর প্রতি সহিংসতা বাড়ছে।


তারা বলেন, নারীদের নিজ পরিবারের নারী সদস্য, নারী আত্মীয়-স্বজন-পাড়া-প্রতিবেশী-সহপাঠী-সহকর্মীদের সাথে যোগাযোগের মাধ্যমে সংঘবদ্ধতা তৈরি করতে হবে।


বক্তারা, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০১৯ থেকে গৃহীত কনভেনশন ১৯০ অনুসমর্থন ও বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com