শিরোনাম
‘শিগগিরই ১৮ হাজার শিক্ষক নিয়োগ’
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৯, ১৮:২০
‘শিগগিরই ১৮ হাজার শিক্ষক নিয়োগ’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিগগিরই ১৮ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বৃহস্পতিবার (২১নভেম্বর) ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, সারা দেশে ৬৫ হাজার ৬২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। শিক্ষার্থীদের তুলনায় শিক্ষকের স্বল্পতা আছে। শিগগিরই ১৮ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে। এতে কিছুটা হলেও এ সমস্যার সমাধান হবে।


জাকির হোসেন বলেন, আমাদের কোমলমতি শিশু শিক্ষার্থীদের জোর করে কোচিং করিয়ে জিপিএ-৫ পেতে হবে, এর কোনো প্রয়োজন নেই। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি পাবে।


প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সার্বক্ষণিকভাবে পরীক্ষার সার্বিক খোঁজখবর নেয়া হচ্ছে। কোথাও প্রশ্নপত্র ফাঁসসহ অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গুজবের বিরুদ্ধে কঠোর নজরদারি রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com