শিরোনাম
‘সৌদির সাথে আলোচনা পর সিদ্ধান্ত হবে নারীকর্মী পাঠাবো কিনা’
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৯, ২১:০০
‘সৌদির সাথে আলোচনা পর সিদ্ধান্ত হবে নারীকর্মী পাঠাবো কিনা’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের সাথে আলোচনার পর নারীকর্মী পাঠানো হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে শনিবার জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।


তিনি বলেছেন, ‘আগামী ২৬ ও ২৭ নভেম্বর সৌদি আরব কর্তৃপক্ষের সাথে বৈঠকের পরই মধ্যপ্রাচ্যে নারীকর্মী পাঠানো হবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’


চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আউটসোর্সিং প্রশিক্ষণ কোর্স ও বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।


নারীকর্মী না পাঠালে পুরুষকর্মী নেয়াও বন্ধ করে দেবে সৌদি আবর কর্তৃপক্ষ এমন আশঙ্কার বিষয়ে তিনি বলেন, ‘নারীকর্মীর সাথে পুরুষকর্মী নেয়ার সম্পর্ক থাকতে পারে, এটাতে আমি একমত নই।’


তিনি বলেন, ‘নারীকর্মীরা যাতে বিদেশে গিয়ে নিরাপদে ও সম্মান নিয়ে কাজ করতে পারে আমরা সেই ব্যবস্থা করব। ব্যর্থ হলে অন্য ব্যবস্থা নেয়া হবে।’


এদিকে নির্যাতনের পর সৌদি থেকে দেশে ফেরত আসা সুমির বিষয়ে মন্ত্রী বলেন, তথ্য-উপাত্তসহ লিখিত অভিযোগ পেলে নির্যাতিত সুমির ব্যাপারটি সৌদি আরব কর্তৃপক্ষকে জানানো হবে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com