শিরোনাম
বাংলাদেশের এই ঋণ অর্থ দিয়ে শোধ হবে না: ত্রিপুরার স্পিকার
প্রকাশ : ০১ নভেম্বর ২০১৯, ২০:৩৮
বাংলাদেশের এই ঋণ অর্থ দিয়ে শোধ হবে না: ত্রিপুরার স্পিকার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতাসীন থাকায় ভারতবাসি শান্তিতে আছেন বলে জানিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভার স্পিকার রেবতী মোহন দাস। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।


শুক্রবার (১ নভেম্বর) ‘ভারত-বাংলাদেশ মৈত্রী সংসদ’ ভারত চ্যাপ্টারের ১৫ সদস্যের একটি দলকে নিয়ে তিনি বাংলাদেশে আসেন।


রেবতী মোহন দাস বলেন, আসাম রাজ্যসহ ভারতের কিছু কিছু অংশে উগ্রপন্থীরা প্রায়ই অতর্কিত হামলা চালাতো। বাংলাদেশের একটি সরকার তাদেরকে প্রশ্রয় দিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর খাগড়াছড়ি থেকে সিলেটের যে যে অংশে উগ্রপন্থীরা থাকত সেসব গুড়িয়ে দিয়েছে। আমরা এখন শান্তিতে আছি। বাংলাদেশের এই ঋণ অর্থের বিনিময়ে শোধ হবে না।


তিনি আরো বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে দুই দেশের মধ্যে হৃদত্যপূর্ণ সম্পর্ক বাড়ানো। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। আমরা চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো নিবিড় এবং ঘনিষ্ঠ হোক। সেজন্য আমরা চাইছি সাংস্কৃতিক বিনিময়। প্রয়োজনের দু’পাড়ের কবিগোষ্ঠী মিলে বই প্রকাশ করব। ঋদ্ধতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টির জন্য আমরা এগিয়ে এসেছি।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com