শিরোনাম
`গডফাদার গ্র্যান্ডফাদার নয়, আমরা চিনি অপরাধী'
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৬
`গডফাদার গ্র্যান্ডফাদার নয়, আমরা চিনি অপরাধী'
সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গডফাদার, গ্রান্ডফাদার নয়, আমরা চিনি অপরাধী। যারাই অপরাধী তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে।


সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।


বিভিন্ন অপরাধে রাজনৈতিক নেতাদের গ্রেফতার ও ঢাকা শহরের ক্যাসিনোগুলোয় অভিযানের ফলে অপরাধীরা দেশের বাইরে চলে যেতে পারে, এজন্য কোনো সতর্কতা জারি করা হয়েছে কি না-জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রেড অ্যালার্ট জারি করার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। বিমানবন্দরেও বিশেষ কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানান তিনি।


আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, অপরাধীরা কে কোথায় আছে সেটি বড় কথা নয়, বড় কথা হলো কে কতটুকু অপরাধ করেছে। চুনোপুঁটি-রাঘববোয়াল বলতে কিছু বুঝি না। যারা অপরাধ করবে তারেদকেই শাস্তি পেতে হবে। অপরাধে জড়িত হওয়ায় আওয়ামী লীগের সংসদ সদস্যকেও ছাড় দেয়া হয়নি। তাকেও গ্রেফতার করা হয়েছে।


এদিকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও জুয়ার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পর অনেকে গাঢাকা দিয়েছেন। আবার অনেকে নজরদারিতে রয়েছেন বলে সোমবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


বিবার্তা/এরশাদ/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com