শিরোনাম
ঢাকায় শান্তি সম্মেলন, সম্মাননায় ভূষিত খ ম হারূন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৫
ঢাকায় শান্তি সম্মেলন, সম্মাননায় ভূষিত খ ম হারূন
বিশ্বশান্তি সম্মাননা নিচ্ছেন গণমাধ্যম-ব্যক্তিত্ব খ ম হারূন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পঞ্চম বিশ্বশান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৫ বছরে সবক’টি শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। লক্ষাধিক মানুষের সেসব সমাবেশ গুরুত্বপূর্ণ অতিথিদের মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক, মিডিয়া ব্যক্তিত্ব, শিক্ষক, বুদ্ধিজিবী, বিভিন্ন ধর্মের শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত থেকে বিশ্বশান্তির পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।


এ বছর একটু ভিন্ন আঙ্গিকে বিশ্বশান্তি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বিশ্বে। শান্তির এ সম্মেলন ছড়িয়ে দেয়া হয়েছে বিশ্বের ১১৫টি দেশে।


রাজধানীর ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে গত ১২ সেপ্টেম্বর ১৪ হাজার ছাত্র-ছাত্রীর অংশগ্রহণ ও শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পঞ্চম বিশ্বশান্তি সম্মেলনের বাংলাদেশ পর্ব। এজন্য এইচডাব্লিওপিএল-(হেভেনলি কালচার ওয়ার্ল্ড পিস রিস্টোরেশন অব লাইট) এর প্রধান কার্যালয় সিউল থেকে ঢাকা আসেন এইচডাব্লিওপিএল-এর জিসু কিম, রোজালিন সিও, রবার্ট জিওন ও ক্লাইভ সন।



ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে বিশ্বশান্তি সম্মেলনে অতিথিরা


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সম্মেলন উপলক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল লিখিত বক্তব্য দেন।


এরই ধারাবাহিকতায় বুধবার (১৮ সেপ্টেম্বর) সিউলে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বশান্তি সম্মেলনের চূড়ান্ত পর্ব। এইচডাব্লিওপিএল প্রতিবছর বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানিত করে ওয়ার্ল্ড পিস অ্যাওয়ার্ড ‘অ্যাম্বাসেডর অব এইচ ডাব্লিও পি এল সার্টিফিকেট অব অ্যাপয়েন্টমেন্ট প্রদানের মাধ্যমে। এ বছর বাংলাদেশের গণমাধ্যম-ব্যক্তিত্ব খ ম হারূনকে এ সম্মাননা দেয়া হয়।


এইচডাব্লিওপিএল-এর চেয়ারম্যান ম্যন হি লি স্বাক্ষরিত এ অ্যাওয়ার্ডটি তার পক্ষ থেকে খ ম হারূনের হাতে তুলে দেন এইচডাব্লিওপিএল -এর প্রতিনিধি জিসু কিম। বিশ্বে খ ম হারূনসহ মোট ৫০৬ জনকে এপর্যন্ত এ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে।



ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে বিশ্বশান্তি সম্মেলন


বাংলাদেশের পক্ষে এ সম্মেলন আয়োজনে অংশ গ্রহণ করেন সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক জাহিদুল ইসলাম, অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা প্রমুখ।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com