শিরোনাম
চালু হচ্ছে অনলাইন জিডি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৩
চালু হচ্ছে অনলাইন জিডি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা ও ময়মনসিংহ মেট্রোপলিটন এলাকায় জিনিস হারানো বা পাওয়ার ক্ষেত্রে ঘরে বসেই অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার ব্যবস্থা চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ডিজিটাল কেইস ডায়েরি’ এর উপর পর্যালোচনা সভা শেষে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান।


সভায় অনলাইন জিডি বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের যা কিছু হারিয়ে যায়, যা কিছু দুর্ঘটনা ঘটে আমরা নিকটবর্তী থানায় জিডি করার জন্য যাই। সেজন্য আমাদের যেতে-আসতে সময় লাগে। এ জন্য আমরা অনলাইন জিডির ব্যবস্থা করেছি। এ ব্যাপারে একটি কমিটি করে দিয়েছি, এক সদস্য বিশিষ্ট এই কমিটি। এটা (অনলাইন জিডি) কীভাবে বাস্তবায়ন করবেন, তিনি খুব শিগগিরই আমাদের জানাবেন।’


মন্ত্রী বলেন, আমরা প্রথম পর্যায়ে সীমিত আকারে শুধু ‘লস্ট অ্যান্ড ফাউন্ড (হারিয়ে যাওয়া ও কোনো কিছু পাওয়া)’ নিয়ে অনলাইন জিডির যাত্রা শুরু করব।’


আসাদুজ্জামান খান বলেন, প্রথমে ঢাকা ও ময়মনসিংহ মেট্রোপলিটনে (অনলাইন জিডি) শুরু করব। তারপর সারা বাংলাদেশে বিস্তৃত হবে। আমরা ‘লস্ট অ্যান্ড ফাউন্ডেই সীমাবদ্ধ থাকব না। আমরা পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে সবকিছু অনলাইনে করতে পারি, সেটাও পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে। প্রত্যেকটি থানা যাতে অনলাইনে চলে আসে, আমরা সেই ব্যবস্থাটা করছি। আমরা খুব শিগগিরই সেই জায়গাটিতে যেতে পারব।’


এ ছাড়া সারাদেশে সব কারাগারে বন্দিদের সঙ্গে ফোনে আত্মীয়-স্বজনের কথা বলার ব্যবস্থা চালু হবে। এর আগে ‘স্বজন’ নামের এই সেবা টাঙ্গাইল কারাগারে পরীক্ষামূলক চালু করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com