শিরোনাম
পুলিশের ৬ ডিআইজির পদোন্নতি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২১
পুলিশের ৬ ডিআইজির পদোন্নতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডিআইজি পদমর্যাদার ৬ কর্মকর্তাকে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। বুধবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ পদোন্নতির কথা জানানো হয়।


পদোন্নতিপ্রাপ্ত ৬ কর্মকর্তারা হলেন- এসবির ডিআইজি বিশ্বাস আফজাল হোসেন, পুলিশ স্টাফ কলেজ ঢাকার রেক্টর (অতিরিক্ত আইজি চলতি দায়িত্বে) শেখ মোহাম্মদ মারুফ হাসান, সিআইডির অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, হাইওয়ে পুলিশ ঢাকার অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) ব্যারিস্টার মাহবুবুর রহমান, এসবির ডিআইজি মাহবুব হোসেন ও এসবির ডিআইজি মীর শহীদুল ইসলাম।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


বিবার্তা/খলিল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com