শিরোনাম
প্রায় ২৫ হাজার হাজী দেশে পৌঁছেছেন
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ২০:৫৬
প্রায় ২৫ হাজার হাজী দেশে পৌঁছেছেন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র হজ পালন শেষে ফিরতি ৬৮টি হজ ফ্লাইটে ২৪ হাজার ৭৩৫ জন হাজী দেশে পৌঁছেছেন। শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ২৯টি ও সৌদি এয়ার লাইন্সের ৩৯টি বিমানে এসব হাজী বাংলাদেশে প্রত্যাবর্তন করেন বলে হজ অফিস সূত্রে জানানো হয়।


বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারের মোট ৩৬৫টি ফ্লাইটে মোট ১ লাখ ২৭ হাজার ১৫২ জন যাত্রী হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজ যাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব গিয়েছেন। এছাড়া হজ ব্যবস্থাপনার জন্য গিয়েছেন ২২৭ জন সদস্য।


আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। চলতি বছর গত ১০ আগস্ট সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ২২ আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


এবছর পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৪ নারীসহ ৯৬ হজ যাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৮৫ জন মদিনায় ১০ জন, জেদ্দায় ১ জন হজ যাত্রীর ইন্তেকাল করেন বলে মক্কা হজ অফিস জানিয়েছে।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com