শিরোনাম
শুভ জন্মাষ্টমী আজ
প্রকাশ : ২৩ আগস্ট ২০১৯, ১০:৫৬
শুভ জন্মাষ্টমী আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন বা শুভ জন্মাষ্টমী আজ (শুক্রবার)। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হচ্ছে। প্রতি বছরের মত এবারও জন্মাষ্টমীতে রাজধানীসহ সারাদেশে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও পূজাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


শুক্রবার (২৩ আগস্ট) সকালে খামারবাড়ি থেকে র‌্যালি শুরু হয়ে মানিকমিয়া এভিনিউ হয়ে আবার খামারবাড়িতে এসে শেষ হয়।


পঞ্জিকা অনুসারে, সৌর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্য হলে জন্মাষ্টমী উদযাপন করা হয়। দেশজুড়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এ দিনটি পালন করে হিন্দু সম্প্রদায়।


শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি দিনটি উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে দুদিনব্যাপী কর্মসূচি পালন করবে।


বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত হবে জন্মাষ্টমীর প্রধান শোভাযাত্রা। এটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষ হবে পুরান ঢাকা বাহাদুর শাহ পার্কে গিয়ে।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com