সড়ক দুর্ঘটনায় বাসসের সাংবাদিক নিহত
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ১০:১৮
সড়ক দুর্ঘটনায় বাসসের সাংবাদিক নিহত
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিলেটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সিলেট ব্যুরো প্রধান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসদু আহমদ মকসুদ মারা গেছেন। রাস্তার ডিভাইডারের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।


২৩ আগস্ট, শুক্রবার ভোররাতে সিলেট নগরীর পাঠানটুলা জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই জাবের আহমদ। নিহত মকসুদ আহমদ সিলেট নগরীর মইয়াচর এলাকার মৃত জমশেদ আলীর বড় ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, মকসুদ আহমদ শুক্রবার ভোররাতের দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় থাকা একটি কুকুরকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com