
ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাহী পরিষদ ২০২২-এর নির্বাচনে চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একাত্তর টেলিভিশন ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি বাবুল হোসেন। পদাধিকারবলে জেলা প্রশাসক প্রেসক্লাবের সভাপতির দায়িত্বে আছেন।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট খালেকুজ্জামান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ময়মনসিংহ প্রেসক্লাবের ৮০ জন সদস্যের মধ্যে নির্বাচনে ৭১ জন সদস্য ভোট প্রয়োগ করেন।
পরে রাত সাড়ে ৮টায় বেসরকারি ফলাফল ঘোষণা করেন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি পদে আ স ম মঈন উদ্দিন ও সালিম হাসান, যুগ্ম সম্পাদক পদে আতাউর রহমান জুয়েল, কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর কবীর জুয়েল, ক্রীড়া সম্পাদক পদে এম এ মোতালেব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হোসাইন শাহীদ, নাট্য ও প্রমোদ সম্পাদক পদে মামুন মাহফুজ।
সদস্য পদে অমিত রায়, মুস্তাফিজুর রহমান, এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, মো. মোজাম্মেল হক, নিয়ামুল কবীর সজল, মীর গোলাম মোস্তফা ও শেখ মহিউদ্দিন আহমদ।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]