শিরোনাম
ডিআরইউকে অক্সিজেন কনসেনট্রেটর দিল আইজিপি
প্রকাশ : ০৭ জুলাই ২০২০, ২১:১৭
ডিআরইউকে অক্সিজেন কনসেনট্রেটর দিল আইজিপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) চারটি অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছেন।


মঙ্গলবার (৭ জুলাই) পুলিশ হেডকোয়ার্টারে ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর কাছে তিনি এ চারটি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন। সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় অক্সিজেন কনসেনট্রেটর ডিআরইউর একটি নতুন সংযোজন।


ডিআরইউর সদস্য বা পরিবারের কেউ করোনায় আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্ট হলে তাৎক্ষণিকভাবে এসব অক্সিজেন কনসেনট্রেটর এর সেবা নিতে পারবেন।


প্রতিটি অক্সিজেন কনসেনট্রেটর স্বয়ংক্রিয়ভাবে একবারে ৭ লিটার অক্সিজেন উৎপন্ন করতে সক্ষম। একটি মেশিন থেকে একই সাথে দু'জনে অক্সিজেন গ্রহণ করতে পারবেন। মেশিনটি রিমোট দিয়ে দূর থেকে চালানো ও নিয়ন্ত্রণ করা যাবে।


কবে নাগাদ এবং কিভাবে ডিআরইউ সদস্য ও পরিবারের সদস্যরা এ সেবা পাবেন তা শিগগিরই জানিয়ে দেয়া হবে।


করোনার এ দুর্যোগকালে ডিআরইউর পাশে দাঁড়ানোর জন্য আইজিপিকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।


ডিআরইউকে অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তরকালে পুলিশের উধ্বতর্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com