শিরোনাম
সংবাদকর্মীদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি শুরু
প্রকাশ : ২৩ মার্চ ২০২০, ০৮:২৩
সংবাদকর্মীদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি শুরু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের ছড়িয়ে পড়া ঠোকতে এবং চট্টগ্রামের সংবাদকর্মীদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার তৈরির উদ্যোগ নিয়েছে একটি সংগঠন।


রবিবার (২২ মার্চ) সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের বিজ্ঞানাগারে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরির কার্যক্রম শুরু হয়।


চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরির কার্যক্রমে সহায়তা করছে রসায়ন সমিতি চট্টগ্রাম অঞ্চল। কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সংবাদকর্মীদের সুরক্ষায় নেয়া এ কার্যক্রমের উদ্বোধন করেন হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী।


তিনি বলেন, করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বব্যাপী মহামারি হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। বাংলাদেশেও ক্রমশ এর বিস্তার ঘটছে। এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং নিজের সুরক্ষার ওপর জোর দিতে হবে।


উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রসায়ন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. বেনু প্রসাদ বড়ুয়া, মহসিন কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক মো. ইদ্রিস আলী, চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সম্পাদক হাসান ফেরদৌস, পরিচালক মহসিন কাজী, অর্থ সম্পাদক নুরুদ্দিন আহমেদ প্রমুখ।


বিবার্তা/এনকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com