শিরোনাম
এসএটিভির ২৭ সংবাদকর্মী চাকরিচ্যুত
প্রকাশ : ২১ মার্চ ২০২০, ২৩:৪৭
এসএটিভির ২৭ সংবাদকর্মী চাকরিচ্যুত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোনো নোটিশ বা কারণ ছাড়াই এসএটিভির ২৭ সংবাদকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। এই তালিকায় রয়েছেন এসএটিভির বার্তা সম্পাদক রনজক রিজভী, নিউজরুম এডিটর সাজিয়া আক্তার, সায়িকা সাম্মা, বীথি দত্ত রায়, মোহাম্মদ রিপন, শাফায়েত দীপ্ত, রিপোর্টার মৌসুমী আচার্য্য, মাইনুল শোভন, নিয়ামুল আজিজ সাদেক।


এছাড়াও চাকরিচ্যুত করা হয়েছে প্রোডাকশনের আরেফিন সেতু, আব্দুল্লাহ বাকি রিমন, আইটির মো. তৌহিদ মিলটন, সৈকত হোসেন, মাহমুদ হক রাজিন, ইমন উদ্দিন, মো. রাসেল আহমেদ, ব্রডকাস্টের মারুফ হোসেন, ক্যামেরাপার্সন রাসেল মিজান, সি এম মনির, বদরুজ্জামান জুয়েল, আশিকুল ইসলাম, মামুন, ভিডিও এডিটর জেবিন, মৌসুমি, সবুজ, প্রোগ্রামের ভিডিও এডিটর সোহেল এবং স্টোরের হুমায়ুন। এক সপ্তাহ আগে চাকরিচ্যুত হয়েছেন প্রোডাকশন ইনচার্জ বিকাশ।


আওয়ামীপন্থী, প্রগতিশীল এবং সনাতন ধর্মাবলম্বীদের বেছে বেছে এসএটিভি থেকে ছাটাইয়ের এই তালিকা করেছেন তারেক রহমানের বন্ধু গিয়াস আল মামুনের ঘনিষ্ঠজন চ্যানেল ওয়ানের সাংবাদিক হিসেবে পরিচিত মাহমুদ আল ফয়সাল। তিনি বর্তমানে এসএটিভির হেড অব নিউজ।


বিবার্তা/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com