শিরোনাম
ডিএসইসি’র ভোট ৪ এপ্রিল
প্রকাশ : ১৫ মার্চ ২০২০, ২১:৩৪
ডিএসইসি’র ভোট ৪ এপ্রিল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে শনিবার (১৪ মার্চ) ডিএসইসির প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভায় এ তফসিল ঘোষণা করা হয়। এই তফসিল অনুযায়ী ৪ এপ্রিল নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।


ঢাকা সাব-এডিটরস কাউন্সিল নির্বাচন-২০১৯ এর প্রধান নির্বাচন কমিশনার মনজুরুল আহসান বুলবুল স্বাক্ষরিত তফসিলে এ তথ্য জানা যায়।


সভায় নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন, আবদুল জলিল ভূঁইয়া, শাহ মুহাম্মদ মুতাসিম বিল্লাহ ও মহিউদ্দিন সরকার উপস্থিত ছিলেন।


ঘোষিত তফসিল অনুযায়ী ৪ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএসইসির নির্বাচনের ভোটগ্রহণ হবে। ১৪ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৭ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৯ মার্চ সকাল ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি, ২০ মার্চ সকাল ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মনোনয়নপত্র জমা, ২১ মার্চ বিকাল ৫টায় খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ২২ মার্চ বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ মার্চ বিকেল ৫টায়।


বিবার্তা/জাহিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com