
অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের একজন নারী সাংবাদিকের ঘাড়ে উঠে তার মাইক্রোফোনে একের পর এক ছোবলমেরেছে একটি সাপ। ইতিমধ্যে এ ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, সাপটি ওই নারী সাংবাদিকের ঘাড়ে উঠে তার মাইক্রোফোনে ছোবল মারছিল। আর তিনি ভয়ে তটস্থ হয়ে আছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে,সাপের কামড় থেকে নিরাপত্তা সংক্রান্ত একটি ভিডিও বানানোর সময় ওই ঘটনা ঘটে। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের ওই রিপোর্টারের নাম সারাহ কট।
সারাহ বলেন, ওই ভিডিও ধারণের সময় আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। দুটি শট নেয়ার কথা ছিল সাপের কামড় থেকে নিরাপত্তা সংক্রান্ত ভিডিওটির জন্য। আমি ভয় পাচ্ছিলাম, কারণ আমার হাত মাইক্রোফোনের একেবারে কাছে ছিল। ব্যাপারটা সত্যিই ভয়ঙ্কর ছিল।
সারাহ আরো বলেন, আমার ক্যামেরাম্যান ও সাপের তত্ত্বাবধায়ক ওখানেই দাঁড়িয়েছিল। ওদের মনে হচ্ছিল ব্যাপারটা দুর্দান্ত হচ্ছে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন-
বিবার্তা/আবদাল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]