শিরোনাম
উত্তরাধিকার
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৯, ১৮:৫৫
উত্তরাধিকার
অনিকেত রাজেশ
প্রিন্ট অ-অ+

এখানে, এই দেশের বুকে আমি কোন
অনিচ্ছুক নাগরিক নই। জাঁকজমকের হুল্লোড়ে
ভেসে যেতে যেতে যেইসব মানুষেরা
সুখ খুঁজে ফেরে, তাদেরও ঘনিষ্ঠ কেউ
আমি নই, আমি এই চিরদুঃখের দেশে
ভুল করে জন্ম নেয়া অনাহুত কেউ নই।


শোষকের কষাঘাতে জর্জরিত আপামর দুঃখী
জনতার প্রতিনিধি আমি, এই মাটির সন্তান।
আমি এই সোনার দেশের গর্বিত নাগরিক
আমি এক গৌরবের উত্তরাধিকার।


শত শত বছরের কত নিপীড়ন আর
জুলুমের দাগ লেগে থাকা মাটিতে
অলৌকিক কোন এক শক্তি সাথে নিয়ে
একদিন এখানে এক দেবদূত এসেছিল।
বহু বেনিয়ার শোষণ, শাসন আর
অত্যাচারের ক্ষতচিহ্ন মুছে দিতে
নতশির যত মানুষেরে জাগবার মন্ত্র শোনালো,
চিত্তের ঋজুতা নিয়ে স্পর্ধা শেখালো।
আর চোখে তাদের মুক্তির স্বপ্ন এঁকে দিল,
গগনস্পর্শী তার কণ্ঠ থেকে উৎসারিত হল
মানবমুক্তির গান, ভালোবাসার অপূর্ব সংগীত।


ভীরুতার গলা টিপে সাহসের মন্ত্র হেনে
দীক্ষা দিল বিপরীতে রুখে দাঁড়াবার
উদ্ধত তর্জনী তুলে আকাশের পানে।
প্রবল স্পর্ধায় বিদ্রোহ ছড়িয়ে দিল
দিশাহীন সাত কোটি মানুষের প্রাণে।


এতটা উচ্চতা নিয়ে, এতটা স্পর্ধা নিয়ে
কোনকালে আর কেউ আসেনি এখানে।


আমি সেই স্পর্ধা, আমি সেই কণ্ঠস্বর
আমি সেই উদ্ধত তর্জনীর অনুসারী;
আমি সেই উত্তাল রেসকোর্সে বর্ষিত
৭ই মার্চের অমর কবিতার শব্দাবলী।
আমি তার উদ্বেলিত হৃদয়ে রক্তের বুদবুদ
জয় বাংলা শ্লোগানে মুখরিত রাজপথ।


আমি বাহান্ন, আমি ঊনসত্তর, আমি একাত্তর
আমিই পনেরো আগস্টের রক্তাক্ত সিঁড়ি।
প্রগাঢ় বিশ্বাসে বুক পেতে দেয়া
আমি সেই সাহসের উত্তরাধিকার।
আমি সেই মহামানবের অপূর্ণ স্বপ্ন
আমি তার বেদনার উত্তরাধিকার।


সমস্ত সত্ত্বা জুড়ে এইটুকু লালিত অহংকার
আমি এই পলিময় মাটির সন্তান।
পরিচয়হীন কোন জাতির প্রতিনিধি আমি নই
আমার জাতির পিতা অগ্নিগর্ভ প্রাণ।


বিবার্তা/রাজেশ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com