শিরোনাম
এক তর্জনীর স্বাধীনতা
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৯, ১৫:১৪
এক তর্জনীর স্বাধীনতা
রফিকুল নাজিম
প্রিন্ট অ-অ+

সেইদিন কোনো পলাশ ফুটেনি গাছে


সেইদিন কোকিলও গায়নি গান,
দশলক্ষ জনতার উন্মাতাল সমুদ্রে
যাদুকর দিলেন স্বাধীনতার আহ্বান।


সেইদিন লাল কৃষ্ণচূড়া ফুল ঝরেনি পথে
কংক্রিট সড়ক হতে রেসকোর্স ময়দানে,
দীপ্ত পায়ে তিনি এসে দাঁড়ালেন জনতার মঞ্চে
রেসকোর্স মুখরিত ‘জয় বাংলা’র শ্লোগানে।


ইস্পাত শরীরে দাঁড়ালেন মহান যাদুকর
খুললেন বাক্সবন্দী তেজি কথার ঝুড়ি,
আবৃত্তি করলেন শোষিতের দ্রোহী পংক্তিমালা
বজ্রকন্ঠে ফুটলো স্বাধীনতার কমলকুঁড়ি।


প্রচণ্ড প্রতাপে বাতাসে ঘুরালেন তর্জনী
তরবারির মতো বাতাস কাটলো তর্জনী,
১৮ মিনিটের মহাকাব্য শুনে অবাক বিশ্ব
মন্ত্রকথায় অস্থির হয়-শান্ত পল্লীবধূ জননী।


তপ্ত লাভায় পোড়ে শত্রুর হৃদপিণ্ড সিংহাসন
পদ্মা মেঘনা হয়ে সে লাভা ছড়ায় সারা বাংলায়,
স্বাধীনতার দামে লেনদেন হয় বুকের তাজা খুন
যাদুরকাঠি তর্জনীটা শোষকদের ধূলায় মিশায়।


বিবার্তা/রফিক/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com