শিরোনাম
জীবন নামের খেয়াপারে
প্রকাশ : ০৫ জুলাই ২০১৯, ১৫:৪৬
জীবন নামের খেয়াপারে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কত কিছুই নীরবে--
সহে যেতে হয়!
বিনিদ্র রজনী পোহাতে হয় ;
সীমাহীন অশ্রুধারা গোপনে শুষে।
ঝরাপাতার মত--
পথিকের পদভারে নুয়ে যেতে হয় ;
অভাবিত জীবন্ত কঙ্কালের বেশে।
নিংসঙ্গ অগ্নিরথে চেপে,
হারিয়ে যেতে হয়--
ফলহীন অসাড়তার পথে।


যখন
বৃষ্টিহীন খরতাপে দগ্ধ হয়ে --
তৃষ্ণাতুর চাতকিনীর আর্তনাদ
মুখরিত করে তোলে
শুষ্ক বিরানভূমি!
মুমূর্ষু পরানের একটানা হাহাকারে,
কেঁপে কেঁপে ওঠে তখন--
অন্তরের গহীন ভূমিখানি।


তবুও
বিষণ্ন বিকেলের--
একাকী বয়ে যাওয়া অন্তিমকালে,
নিভন্ত বাতির নিচে
বড্ড বেচেঁ থাকার নেশায়
ভীষণ পুলকে জাগিয়ে রাখে
একটি সোনালি ভোর।
শুরু হয় খেয়া পারাপারের
মিছেমিছি খেলা।
হার জিতের দ্বন্দ্বে
ক্ষতবিক্ষত মানসে ;
চুলচেরা হিসেব কষে বসে,
বেহিসেবী ক্ষণে।


উৎকণ্ঠা বারবার --
কণ্ঠ রোধ করে ফেরে।
তখন ভুল করে ভুলে যায়
জীবনের নশ্বরতা।
তাই ভুলে যেতে হয় --
ভুলতে হয়,
জীবনের কিছু পরম চাওয়া।


কবি লেখক: চামেলী খাতুন


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com