শিরোনাম
তবুও বসন্ত ভালোবাসি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৫
তবুও বসন্ত ভালোবাসি
সাকিব জামাল
প্রিন্ট অ-অ+

বসন্ত এলো বলে- ডাকলো পাখি, ফুটলো ফুল,


বাসন্তী শাড়ির ভাজে উচ্ছল চঞ্চলা রমনীকূল-
প্রেমের খেয়া পাড়ি দেয় কেউ কেউ বিনে পয়সার গান শুনে!
আমি চেয়ে দেখি- বয়স আমার বেড়েছে বহু- এক এক গুণে!


একলা মনে-
বসন্ত আসে না!
সাজে না কুঞ্জবনে ফুল-
ডাকে না পাখি।


একলা মনে-
বসন্ত আসে না!
নারীর কণ্ঠ পাশে বাজে না-
জল ছলছল হয় আঁখি।


তবুও বসন্ত ভালোবাসি।
ভালোবাসি- প্রকৃতির বুকের বসন্ত।
ভালোবাসি- নারীর বুকের বসন্ত।


মন না জুড়ায়, চোখ জুড়ানো এ বসন্ত- এ কি কম পাওনা একলা কবি’র?
কেউ বাঁচিয়ে রাখুক প্রেম। কেউ বাঁচিয়ে রাখুক বিরহ। থাকুক না বৈচিত্র্যময়তা- বসন্তের ছবি’র।


বিবার্তা/জামাল/আকবর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com