শেষ হলো ৪দিনব্যাপী ‘গণজাগরণের জাদু উৎসব’
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৪১
শেষ হলো ৪দিনব্যাপী ‘গণজাগরণের জাদু উৎসব’
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ৪০জন জাদুশিল্পীর অংশগ্রহণে শুরু হয় ৪ দিনব্যাপী ভ্রাম্যমান জাদু উৎসব।


ঢাকা মহানগরের ১৬ টি স্থানে ২০-২৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে এ উৎসব।


গত ২০ ডিসেম্বর ১ম দিনে ভার্চুয়ালি উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।


তিনি বলেন –“সকল শিল্পের মানুষদের এক কাতারে আনা এবং এ ধরনের আয়োজনের মধ্যে দিয়ে তাদের পৃষ্টপোষকতা করার মাধ্যমে গণজাগরণ তৈরী করাই আমাদের অন্যতম লক্ষ্য”।


অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ধারাবাহিকভাবে সকল জাদু শিল্পীদের পৃষ্টপোষকতা করার পাশাপাশি নগরজীবনে নির্মল বিনোদন ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্পের বিভিন্ন মাধ্যম নিয়ে কাজ করে যাচ্ছে।


২৩ ডিসেম্বর বিকেল ৪.০০ টা থেকে গণজাগরণের জাদু উৎসব প্রদর্শিত হয় মহানগরের বিভিন্ন স্থানে। দুইটি দল বিভক্ত হয়ে বিকাল ৪:০০ টায় প্রথমে শ্যামলি মাঠ এবং ৩২ নাম্বার, ধানমন্ডি যাদু প্রদর্শন করে শিল্পীরা।


এরপর সন্ধ্যা ৬:০০ টায় শেখ রাসেল মঞ্চ, মিরপুর এবং টাউন হল মোহাম্মদপুর প্রদর্শিত হয়। উপচে পড়া ভিড় ঠেলে জাদু প্রদর্শনী উপভোগ করেন শত শত দর্শক।


এ উৎসব আয়োজনে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কর্মকর্তা সাইফুল ইসলাম জনি। নগরজীবনে ব্যস্ততার ভিড়ে ভ্রাম্যমান এ ধরনের আয়োজনে জাদু প্রদর্শনী দেখে উচ্ছাস প্রকাশ করেন দর্শকরা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com