২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনীর সমাপনী আজ
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১৩:০১
২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনীর সমাপনী আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সারা দেশের চারুশিল্পীদের অংশগ্রহণে ২৮ মে- ১৭ জুলাই পর্যন্ত চলা ২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী-২০২৩ এর আনুষ্ঠানিক সমাপনী সোমবার (১৭ জুলাই) বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।


বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় পর্যায়ে চারুশিল্পীদের অংশগ্রহণে শুরু হয় ২৫তম এ জাতীয় চারুকলা প্রদর্শনী।


আজ পর্দা নামতে যাচ্ছে প্রায় ২ মাস ব্যাপী (৫১ দিন)এ জাতীয় চারুকলা প্রদর্শনীর। একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্প সমালোচক অধ্যাপক নজরুল ইসলাম। প্রদর্শনীর শিল্পকর্ম বিষয়ে পর্যালোচনা উপস্থাপন করবেন শিল্পী মোস্তফা জামান মিঠু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এ ছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম।


২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ নীতিমালা অনুযায়ী ২১ বছরের উর্দ্ধে বাংলাদেশের চারুশিল্পীদের নির্বাচিত এসকল শিল্পকর্মের মধ্যে রয়েছে চিত্রকলা ৯৬টি, ছাপচিত্র ৩৯টি, আলোকচিত্র ২২টি, ভাস্কর্য ৬০টি, প্রাচ্যকলা ০৪টি, মৃৎশিল্প ০৬ টি, কারুশিল্প ১০টি, গ্রাফিক ডিজাইন ০৭টি, স্থাপনা শিল্প ৩৮টি, নিউ মিডিয়া আর্ট ১১টি, পারফরমেন্স আর্ট ০৩টি।


বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৭ টি গ্যালারীতে চলছে এ প্রদর্শনী।


২৫তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ এ প্রত্যেকটি মাধ্যমে একটি করে মোট ১১টি শ্রেষ্ঠ পুরস্কার দেয়া হয়। আর সকল মাধ্যম মিলিয়ে 'বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার ২০২৩' শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়।


উল্লেখ্য যে মাধ্যম ভিত্তিক প্রতিটি শ্রেষ্ঠ পুরস্কারের জন্য এক লক্ষ টাকা এবং সকল মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কারের জন্য দুই লক্ষ টাকা এবং গোল্ড মেডেল, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়াও পাঁচটি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয় যার প্রতিটির মূল্যমান পঞ্চাশ হাজার টাকা এবং তার সাথে ছিলো স্পন্সরশীপ পুরস্কার।


২৫ম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২৩ এর পুরস্কার প্রাপ্ত শিল্পীরা হলেন (মোট পুরস্কার-২০টি):


জেসমিন আকতার, জয়তু চাকমা, সৈয়দ তারেক রহমান, সজীব কুমার দে- শ্রেষ্ঠ পুরস্কার (স্থাপনাশিল্প), নূসরাত জাহান- শ্রেষ্ঠ পুরস্কার (ছাপচিত্র), জিহাদ রাব্বি- শ্রেষ্ঠ পুরস্কার (গ্রাফিক ডিজাইন), ফারহানা ফেরদৌসী- শ্রেষ্ঠ পুরস্কার (কারুকলা), অসীম হালদার- শ্রেষ্ঠ পুরস্কার (মৃৎশিল্প), মো: আসাদুর জামান আসলাম মোল্লা- শ্রেষ্ঠ পুরস্কার (আলোকচিত্র), বাংলাদেশ পারফরমেন্ট আর্ট গ্রুপ- (সুজন মাহাবুব) শ্রেষ্ঠ পুরস্কার (গ্রুপ পারফরমেন্স আর্ট), আব্দুস সাত্তার- সম্মানসূচক পুরস্কার, নাঈমা আখতার- সম্মানসূচক পুরস্কার, রাউফুন নাহার রিতু- সম্মানসূচক পুরস্কার, মো: তরিকুল ইসলাম- সম্মানসূচক পুরস্কার, আশরাফুল হাসান- সম্মানসূচক পুরস্কার, ফারেহা জেবা- বেঙ্গল ফাউন্ডেশন পুরস্কার, অনুকুল চন্দ্র মজুমদার- শিল্পী কালিদাস কর্মকার পুরস্কার, মোহাম্মদ হাসানুর রহমান- শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পুরস্কার, তানভীর পারভেজ- ভাষা শহীদ গাজীউল হক পুরস্কার।


বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ১,২,৩, ৪,৫,৬,৭ নং গ্যালারীতে প্রদর্শনী আগামিকাল সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com