প্রকাশিত হলো গোলাম কুদ্দুছের ‘বরাক উপত্যকার ভাষা আন্দোলন’
প্রকাশ : ২০ মে ২০২৩, ১২:১২
প্রকাশিত হলো গোলাম কুদ্দুছের ‘বরাক উপত্যকার ভাষা আন্দোলন’
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশিষ্ট লেখক, গবেষক ও বাংলা একাডেমির ফেলো গোলাম কুদ্দুছের ‘বরাক উপত্যকার ভাষা আন্দোলন’ শীর্ষক গ্রন্থ  প্রকাশিত হয়েছে।


১৯ মে, শুক্রবার গ্রন্থটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। আসামের শিলচরে ১৯৬১ সালের বাংলা ভাষার আন্দোলনে নিহত ১১ শহীদ স্মরণে আয়োজিত অনুষ্ঠানের মূলমঞ্চে এই উৎসব অনুষ্ঠিত হয়।


এসময় সভায় বক্তারা লেখকের প্রশংসা করে বলেন, এই গ্রন্থটি ভারত ও বাংলাদেশের তরুণ প্রজন্মকে বাংলা ভাষার আন্দোলন সম্পর্কে বস্তুনিষ্ঠ ইতিহাস জানাতে সহয়তা করবে।


উল্লেখ্য ঢাকার অন্যপ্রকাশ থেকে প্রকাশিত এ গ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর।


ভাষা স্মারক সমিতির সভাপতি বাবুল হোর এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন রাজ্যের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মূখ্য আলোচক ছিলেন কলকাতার বিশিষ্ট লেখক ও নাট্য সমালোচক আশীষ গোস্বামী। বক্তব্য রাখেন ড. দেবব্রত রায়, ড. রাজীব কর, দৈনিক যুগশঙ্খ পত্রিকার সম্পাদক বিজয় কৃষ্ণ নাথ ও গ্রন্থের লেখক গোলাম কুদ্দুছ।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com