
মানুষের মুক্তি ছিনিয়ে আনার তীব্র ক্ষুধায়
মৃত্যুকে ছিন্নভিন্ন করেছিলো একটি কণ্ঠস্বর।
একটি আঙুল সাতচল্লিশ বছরে ষোলো কোটি আঙুল হওয়ার কথা ছিলো
যা আজ বিশ্বের বিস্ময়।
আছে ঋণ অগণিত মৃত্যুতে
অগণিত সাহসের চিৎকারে।
সূর্যের সিঁড়ি ভেঙে
বারুদের বিস্ফোরণ ঠেলে
সাইরেন বাজার আগেই দিয়েছিলো
আঙুল উঁচিয়ে মিছিলের অগ্রভাগে যাঁরা
আছে ঋণ সেই যোদ্ধাদের কাছে।
এখানে এই মাটিতে প্রাণের মূল্যে
পুরোটা মানচিত্র আঁকড়ে ধরে
বেঁচে আছে তাঁরা
তোমরা যাঁদের নাম বলছো শহীদ।
বত্রিশ নম্বর, শহীদ মিনার বধ্যভূমিতে মাল্যদান
ঝলমলে আলো আনন্দ মিছিল আর দেশাত্মবোধক গানে বিজয়োৎসব।
অতঃপর
অনাবশ্যক প্রসঙ্গ, বাকবিতণ্ডা, হত্যা,
খুন, ধর্মকে বর্ম।
স্বাধীনতা বিরোধী মন্ত্রীর গাড়িতে
পত পত শব্দে যখন ওড়ে লাল সবুজ,
আম জনতা বলে.......
যদিওবা স্বৈরাচারী আয়ুবের দাঁত খিচুনি নেই
তথাপিও রাজাকার রাষ্ট্রপতি!!
কেউ কেউ বলে আরে বাদ দাওনা
এসব এখন ইতিহাস -ইতিকথা।
কেন এতো ইতিহাস খুঁড়তে থাকো
বর্তমান দেখো... .কেবল কবি লিখেন
বিপ্লবী হও...
জন্মভূমির স্বাধীন নিজস্ব ভূমিতে তুমি
আজন্ম বিপ্লবী হও
যেনো তোমার বিপুল ঘৃণার আগুন
পুড়িয়ে দেয় সব ভুল ইতিহাস।
জীবনের সংগত মিছিলে মুজিবের
সেই তর্জনী আজ তোমার তর্জনী
সে বলুক
আমরা ছিলাম
আমরা আছি
আমরা থাকবো।
আমরা ভূমিহীন ক্ষেতমজুরের ক্ষুধা
আমরা পুঁজিবাদের পথের কাঁটা
আমরা কাজ না পাওয়া বেকার যৌবন
আমরা ধর্ষিতা তনু নিহত দীপন
আমরা মুজিবের শেষ দীর্ঘশ্বাস।
আমরা বিশ্বাস করি
বিপ্লবীদের করায়ত্ত হবে এই দেশ
যে বিপ্লবীরা উঠে আসবেন
মাটি কামড়ানো জনগণের ভেতর থেকে।
( কৃতজ্ঞতা প্রিয় কবি নির্মলেন্দু গুন)
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]