শিরোনাম
করোনা আক্রান্ত হয়ে প্রকাশক বাহারের মৃত্যু
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২০, ১১:১৬
করোনা আক্রান্ত হয়ে প্রকাশক বাহারের মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শিখা প্রকাশনীর মালিক কাজী নজরুল ইসলাম বাহার করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইওয়া রাজিউন)।


বুধবার (২৬ নভেম্বর) রাত ৯টা ৩৭ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ওই হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।


নজরুল ইসলাম বাহারের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ।


বাহারের ছেলে কাজী নাফিজুল ইসলাম সাব্বির জানান, করোনা আক্রান্ত হয়ে বাহারের স্ত্রী শামীম আরাও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


মরহুমের জানাজা বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর গেন্ডারিয়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গেন্ডারিয়া কবরস্থানে তাকে সমাহিত করা হবে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com