শিরোনাম
নারী
প্রকাশ : ০৮ মার্চ ২০২০, ১৮:২৪
নারী
সনজিত চন্দ্র দাস
প্রিন্ট অ-অ+

জীবনে স্রষ্টার পরে সবচেয়ে বেশি মা
সারাজীবন পা ধুঁয়ে জল খেলেও তার ঋণ শোধ হবে না!


নারী দেয় প্রথম হাতে খড়ি
জনমের প্রথম অন্নদাতাও কিন্তু সেই নারী!


সৃজন নারী,মরণ নারী,নারী আমার শেষ
নারী বিদ্যা,নারী দূর্গা, নারী অবশেষ!


নারী শক্তি,নারী ভক্তি, নারী দয়াময়ী
নারী পাশে থাকলে পরে, আমরা সর্বজয়ী!


মাতা নারী,বোন নারী,নারী প্রিয়জন
নারীকে সম্মান দিতে জানে ক'জন!


যারা নারীর সম্মান নিয়ে করে উপহাস
তাদের কি মনে নাই, দ্রৌপদীর ইতিহাস!


নারীর সম্মান রক্ষার্থে পুড়েছে কত লঙ্কা
তাও দেখে শিক্ষা হয় না,হয়না তোমাদের শঙ্কা!


নারী বলে মাকে যারা করে অবহেলা
মরণকালে টের পায়,থাকে না বেলা!


মা,বোন,প্রিয়কে(নারী) যারা করে অপমান
নরক ও স্বীকৃতি দিবে না তাদের স্থান!


মায়ের জাতি তোমরা সবাই করি সম্মান
তোমাদের অপমানে পুড়ে যায় প্রাণ!


নারী হলো শূন্যর আগে সংখ্যার মতন
যার জীবনে থাকে না, মিলে না রতন!


যে সন্তান তুষ্ট রাখে তার মাকে
তার জন্য আর উপাসনা নাই,থাকে স্বর্গসুখে!


(লেখক:সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com