শিরোনাম
তমা - প্রতিম
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৭
তমা - প্রতিম
পান্না হক
প্রিন্ট অ-অ+

প্রতিম, একটা কিছু কর !


বাড়ি ফিরে আজ আমার বাড়িকে বাড়ি মনে হয় না,


বাড়ির চারপাশের দেয়ালগুলোকে এখন মনে হয়


ইট আর সিমেন্টের দাড় করানো কিছু পাহারাদার,


আর আমি এই দূর্গে বন্ধী রাজকন্যা রাপাঞ্জেল!!


আমার ভালবাসা তোমার জন্য


সমাজের কাছে একটা ভুল; আমি জানি!


আর আমি এ ভুল থকে বেরও হতে পারছি না;


কেননা আমার মন থেকে আমি আজও ফেলতে পারিনা


তোমার সাথে ঢাকার নিওন লাইটে দু কদম চলা,


তোমার পাশে ধানক্ষেতের আইলে বসে মুড়ি খওয়া;


আর হ্যাঁ, লালপিপড়ের কামড়, আমার পায়ে ওঠে দেখে তোমার মুচকি হাসা!


রাগ হয়েছিলো!!


কিন্তু ভালোও লেগেছিলো; কারণ তুমি আমার পাশে ছিলে।


আমি জানি প্রতিম, ঢাকার রাস্তায় তুমি আমাকে খুঁজে ফেরো,


মা বাবাকে হারিয়ে কতটা পথ তুমি চলেছো-একা;


বুঝি আমি।


তোমার কাজের ব্যাস্ততায় ডুবে থাকা,


বিয়ে করেও বৌএর সানিড়বধ্যে না থাকা,


সারারাত না ঘুমিয়ে তুমি কি খোঁজ, আমি জানি।


ভালবাসা; ভলবাসার কাঙ্গাল তুমি,


ভালবাসার জন্য তুমি বিশ্ব জয় করতে চেয়েছো


কিন্তু আমি পারিনি।


কারণ আমি প্রতিনিয়ত তোমাকে ভুল বুঝেছি।


এমা !


দেয়ালে হেটে যাওয়া টিকটিকিটা টিকটিক করে উঠলো!


প্রতিম, আমার এখনো মনে আছে তোমার লেখা সেই টিকটিক কবিতাটি!


এখনো কি শুনতে পাও


অফ হোয়াইট দেয়ালের টিকটিকির টিকটিক?


আরো কি শুনতে পাচ্ছ দেয়াল ঘড়িটার টিকটিক?


টিকটিকিরি টিকটিক নিকট অতীত,


আর বর্তমান সত্যের সংকেত দেয়;


ঘড়ির টিকটিকেও ভবিষ্যত আসার সংকেত দেয়,


যদিও সে ভবিষ্যত কতটুকু সত্য আছে তা কেউ জানেনা।


তুমিও না, আমিও না।


আর আমি জানতেও চাই না।


আমার বর্তমানে আমি তোমায় পেয়েছি, তাই


ভবিষ্যতের নিকুচি করি।


মনে রেখো,


আজকের বর্তমান, কাল হবে অতীত,


আর অগামীর বর্তমান, আজকের ভবিষ্যত।


তোমায় নিয়ে আমার আশা,


আর ভালবাসা,


আর সময় আর সত্যকে মুখোমুখি দাঁড় করিয়েছে।


সত্য ভালবাসার যন্ত্রনায় দুজনেই পথহারা হয়ে খুঁজি আজ


কংকর মেশানো দূর্গম পথ।


হিমালয়ের চুড়ায় দূর্গম পথ বেয়ে ওঠা যে পর্বোতারোহী,


সাথে তার আরোহীনি, আর কোমরে থাকে শক্ত বন্ধনী।


আমরাও উঠবো একদিন,


বুকের শক্ত ভালবাসায় জড়িয়ে একদিন


যদি ভালবাসা থাকে ঠিকঠাক ...।


প্রতিম, তখন আমার সৃষ্টিজগত কল্পনার আলপনায় সাজানো


আমার পাখিগুলো তখনো উড়তে শেখেনি।


আজ আমার পাখিরা উড়তে শিখেছে,


বুঝতে শিখেছে অনেক কিছু।


আজ তারাও বোঝে, শরীর আছে আমার


তাতে প্রাণ নেই।


কোন এক বছর তা রয়ে গেছে!


জোনাকীর আলোয় পুর্ণিমাকে খুঁজে বেড়াই আমি


একলা এ ঘরে; একলা আমি!


তোমার কথা আজ বহু মনে পড়ছে ---।


কি ভুলেই না হারালাম তোমাকে আমি !!


তুমি ছিলে আমার অবসরের সঙ্গি; তবে


বন্ধুর চেয়ে বেশি নয় বললে ভূলই হবে।


এতটা যতড়ব যার করতে!


এতটা বদলে নিজেকে যার জন্য দিলে, সে আমি আজ শূন্য; নিঃস্ব!!


আমাকে কি একবার তোমার দ্বারে এসে দাঁড়ানোর আহ্বান করবে?


যে দিন, যে ক্ষণটি তুমি বলবে;


“আমি চলে আসব।”


---------- তোমারই তমা ’


বিবার্তা/পান্না/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com