শিরোনাম
একুশে আগস্টের শেষ বিকেল
প্রকাশ : ২১ আগস্ট ২০১৯, ১৬:১৩
একুশে আগস্টের শেষ বিকেল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

একুশে আগস্টের
শেষ বিকেল, প্রিয় নেত্রীর ভাষণের শেষ মুহূর্তে ভয়াবহ গ্রেনেড হামলা..
হঠাৎ বিকট শব্দে থমকে গিয়েছিল গুলিস্তানের চারপাশ।
সেদিন জনসভার আশেপাশে দোকান, ব্যবসায়ী, হকার,
নেতা, কর্মী, চা বিক্রিতা, বাদাম বিক্রেতা সবাই যেন দিশেহারা।


সেদিন বঙ্গবন্ধু এভিনিউ জুড়ে উদ্ভ্রান্তের মতো রক্তাক্ত মানুষের ছুটাছুটি...
অগনিত মানুষের পায়ের জুতো, মহিলাদের ভ্যানিটি ব্যাগ, ইট পাথরের স্তূপ,
ট্রাকের নিচে পড়ে থাকা রক্তাক্ত নিথর দেহ সবকিছু যেন চোখের সামনে ভেসে ওঠে।


কি বীভৎস সেই দৃশ্য, মানুষের আহাজারি।
বঙ্গবন্ধুর কন্যার জীবন বিপন্ন,
অকস্মাৎ নেতা কর্মীদের শরীর দিয়ে
মানব ঢাল তৈরি
অত:পর জীবনের সাথে যুদ্ধ করে
বেঁচে গেলেন প্রিয় নেত্রী।
মৃত্যুবরণ করলেন আইভী রহমানসহ
বাইশজন নেতা কর্মী।


তারা আমাদের কারো বাবা, কারো মা, কারো স্বামী, কারো স্ত্রী, কারো ভাই কিংবা কারো বোন। তারা আমাদের।
কেউ কেউ শরীরে এখনো বিষ ফুঁড়ার মতো স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছেন। আবার কেউ রাতে যন্ত্রণায় কাতরাচ্ছেন।
প্রিয়জন হারানোর ক্ষতচিহ্ন কখনো শুকিয়ে যায় না, মনের গভীরে প্রোথিত থাকে আমৃত্যু।
আজ এই দিনে এই দুঃসহ স্মৃতির ভিড়ে কেউ হয়তো তার হারানো প্রিয়জনকে খোঁজছে।



কবিতাটি লিখেছেন সুজন হাজং


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com