শিরোনাম
অতিরিক্ত পেস্ট দাঁতের ক্ষয় ডেকে আনতে পারে
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৯, ১৮:২৫
অতিরিক্ত পেস্ট দাঁতের ক্ষয় ডেকে আনতে পারে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দাঁত মাজার সময় টুথব্রাশে একটু বেশি পেস্ট লাগিয়ে নিতে আমরা অনেকেই পছন্দ করি। বেশি পেস্ট মানে মুখের ভেতর বেশি ফেনা এবং দাঁত ঝকঝকে পরিষ্কার! এই ধারণা আমাদের অনেকেরই আছ। বিশেষ করে বাচ্চার দাঁত মাজানোর সময় একটু বেশি পেস্ট দেয়ার প্রবণতা অনেকেরই থাকে। কিন্তু একে বিপজ্জ্বনক আখ্যা দিচ্ছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত পেস্ট দাঁতের ক্ষয় ডেকে আনতে পারে বলে সাবধান করছেন তারা।


দাঁত মাজার সময় টুথব্রাশের ব্রিসলের আগা থেকে শেষ পর্যন্ত টুথপেস্টে ঢেকে দিই আমরা। কিন্তু কখনও মনে হয়েছে যে ঠিক কতটা পেস্ট নেয়া স্বাস্থ্যকর? বিশেষ করে বাচ্চারা অতিরিক্ত পেস্ট দিয়ে দাঁত মাজলে তাদের দাঁতে খুব তাড়াতাড়ি ক্যাভিটি ধরে যেতে পারে। পেস্টের চটচটে উপাদানের কারণেই এটি হয়ে থাকে। তাই ছোট্ট একটা মটরশুটির দানার আকারের পেস্ট নিন, তার বেশি কখনোই নয়।


দন্ত বিশেষজ্ঞরা বলছেন যে টুথপেস্টে থাকা ফ্ল‌ুরাইডের অনেক উপকারিতা থাকলেও এটি সাবধানে ব্যবহার করা উচিত। তাই তিন বছরের ছোট বাচ্চাকে একটা চালের দানার সমান পেস্ট দিতে বলছেন তারা। না হলে দাঁতে ক্যাভিটি ধরে গিয়ে দাঁত নষ্ট হয়ে যাওয়া সময়ের অপেক্ষা। সূত্র: এই সময়


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com