শিরোনাম
হ্যাপি চকলেট ডে
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪২
হ্যাপি চকলেট ডে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইউরোপ-আমেরিকায় ভ্যালেন্টাইন সপ্তাহের তৃতীয় দিনটি উদযাপিত হয় হ্যাপি চকলেট ডে হিসেবে। পশ্চিমা দেশের সঙ্গে তাল মিলিয়ে ইদানীং বাংলাদেশের তরুণ-তরুণীরাও দিনটি উদযাপন করছেন। যদিও দেশের একটা বিরাট অংশ জানে না, দিনটি উদযাপন কীভাবে করবে। শুধু সেইসব পাঠকের কথা চিন্তা করে হাস্যরসের নতুন ধামাকা, চকলেট ডে যেভাবে উদযাপন করবেন।


১. এক টাকা প্রায় আজকাল পাওয়াই যায় না, যার সুবিধা ভোগ করছেন দোকানদাররা। এক টাকার বদলে তারা হাতে চকলেট ধরিয়ে দেন, কিন্তু তারা এক টাকার বদলে চকলেট নেন না। তাই এক টাকার বদলে দোকানির কাছ থেকে পাওয়া চকলেটগুলো তাকে ফিরিয়ে দিয়ে বলুন, হ্যাপি চকলেট ডে। এবার আমার টাকা দিয়ে দিন।


২. ছোটবেলায় যেইসব আত্মীয়স্বজন কিপটেমি করে হাতে শুধু চকলেট ধরিয়ে দিত, তাদের খুঁজে বের করে বলুন, হ্যাপি চকলেট ডে।


৩. নিজের সাধ্যমতো চকলেট ডে উদযাপন করুন। মনে রাখবেন, চকলেট যার যার, কিন্তু চকলেট ডে সবার।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com