চাকরিজীবীর ‌‘নিত্যসঙ্গী’ মানসিক চাপ কমানোর কৌশল
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৩:১৭
চাকরিজীবীর ‌‘নিত্যসঙ্গী’ মানসিক চাপ কমানোর কৌশল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দৈনন্দিন জীবনের কাজের চাপ প্রতিটি পেশাজীবীর নিত্যসঙ্গী। সময়মতো কাজ শেষ করা, লক্ষ্য পূরণ, মিটিং, ডেডলাইন সব মিলিয়ে মাথার ওপর চাপ যেন লেগেই থাকে। অনেকেই দিনের শেষে হতাশা, বিষণ্নতা বা মানসিক ক্লান্তির শিকার হন। তবে কিছু সচেতনতা এবং নিয়মিত অভ্যাস গড়ে তুললে কাজের মাঝেই মানসিক চাপ অনেকটা কমিয়ে আনা সম্ভব।


যেসব উপায় মানসিক চাপ কমাবেন


১. কাজের ফাঁকে বিরতি:


কাজের ফাঁকে ছোট ছোট বিরতি নেওয়া। একটানা ঘণ্টার পর ঘণ্টা কাজ করলে মস্তিষ্কের ক্লান্তি বাড়ে, মনোযোগ কমে যায়। প্রতিঘণ্টায় মাত্র ৫ মিনিটের বিরতি মস্তিষ্ককে রিফ্রেশ করে তোলে। এই সময়ে জানালা দিয়ে বাইরে তাকানো, চোখ বন্ধ করে একটু শান্ত থাকা, অথবা এক কাপ পানি পান করলেও চাপ কমে। বিরতির মাধ্যমে মন ও শরীর দুটোই পুনরুজ্জীবিত হয়, ফলে কাজেও গতি ফিরে আসে।


২. শ্বাস-প্রশ্বাসের অনুশীলন:


কাজের মাঝে গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করতে পারেন। হঠাৎ করে চাপ বেড়ে গেলে একটানা দম নেওয়া ও ছাড়ার মধ্য দিয়ে শরীর ও মন শান্ত হয়। এই শ্বাস-প্রশ্বাসের অনুশীলনকে ইংরেজিতে বলে ‘ডিপ ব্রিদিং’ বা ‘বক্স ব্রিদিং’। দিনে কয়েকবার এটি অনুশীলন করলে মানসিক প্রশান্তি আসে এবং হৃৎস্পন্দন স্বাভাবিক হয়।


৩. কাজের তালিকা তৈরি:


কাজ ভাগ করে নেওয়া বা টুডু লিস্ট তৈরি করা। অনেক সময় একসঙ্গে অনেক কাজ মাথায় থাকলে চাপ আরও বেড়ে যায়। সেজন্য প্রতিদিন কাজ শুরু করার আগে একটি তালিকা তৈরি করে নিলে কাজের অগ্রাধিকার স্থির করা সহজ হয়। এতে একটার পর একটা কাজ সম্পন্ন করার পর আত্মতুষ্টি আসে এবং মানসিক চাপও কমে। ডিজিটাল টাস্ক ম্যানেজার ব্যবহার করা যায়, আবার চাইলেই একটি খাতায় হাতের লেখা তালিকা করাও কার্যকর।


৪. সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক সম্পর্ক:


কর্মক্ষেত্রে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলা মানসিক চাপ কমাতে সাহায্য করে। অফিসে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, তবে কাজের চাপও অনেকটাই সহনীয় হয়। সহকর্মীদের সঙ্গে মাঝে মাঝে হালকা গল্প, ক্যান্টিনে একসঙ্গে চা খাওয়া কিংবা একসঙ্গে কোনো ছোট আনন্দ উদযাপন কাজে মনোযোগ বাড়ায় এবং চাপ হালকা করে। সামাজিক সংযোগ শুধু মানসিক শক্তিই দেয় না, বরং কাজের প্রতি আগ্রহও তৈরি করে।


৫. প্রযুক্তি থেকে দুরে থাকা


প্রযুক্তির ব্যবহার থেকে সাময়িক বিরতি নেওয়া। সারাদিন কম্পিউটার, ফোন, মেইল বা মিটিংয়ের মাঝে থাকলে মন একঘেয়ে হয়ে পড়ে। দিনে অন্তত কিছু সময় স্ক্রিন থেকে দূরে থাকা প্রয়োজন। দুপুরের খাবারের সময় মোবাইল দূরে রাখা, প্রকৃতির দিকে তাকিয়ে কিছুক্ষণ সময় কাটানো বা অফিসের ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করাও মনকে হালকা করে। এই সামান্য ‘ডিজিটাল ডিটক্স’ আপনাকে মানসিকভাবে অনেক বেশি ফোকাসড ও শান্ত করে তুলবে।


মানসিক চাপ এড়িয়ে চলা সম্ভব নয়, তবে এটিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ছোট কিছু অভ্যাস বিরতি নেওয়া, শ্বাস-প্রশ্বাসের চর্চা, কাজ ভাগ করা, সম্পর্ক রক্ষা এবং প্রযুক্তি থেকে দূরে থাকা এই পাঁচটি উপায় যদি নিয়মিত চর্চা করা যায়, তাহলে ব্যস্ততম দিনগুলোও হয়ে উঠতে পারে অনেক বেশি সহনীয় ও উপভোগ্য।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com